২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৩:২৯:৩২ পূর্বাহ্ন


জাঁকজমকে পর্দা উঠল মহিলা আইপিএলের, মাতালেন কিয়ারা
ক্রিড়া ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৫-০৩-২০২৩
জাঁকজমকে পর্দা উঠল মহিলা আইপিএলের, মাতালেন কিয়ারা জাঁকজমকে পর্দা উঠল মহিলা আইপিএলের, মাতালেন কিয়ারা


ভারতীয় ক্রিকেটে নিঃশব্দে ইতিহাস গড়া হয়ে গেল। শনিবার মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে উদ্বোধন হল মহিলা আইপিএলের (WPL 2023)। জাঁকজমক সূচনায় আলোড়িত হল ক্রিকেটমহল।

এদিন প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। আম্বানি ও আদানির দলের সাক্ষাৎ। শুধু তাই নয়, ইতিহাসে নাম জড়িয়ে গেল বাংলার মহিলা ক্রিকেটের আইকন ঝুলন গোস্বামীরও। তিনি মুম্বই দলের বোলিং কোচ ও মেন্টরও। ঝুলন যেমন মুম্বই দলের মেন্টর, তেমনি মিতালি রাজ আবার গুজরাত দলের মেন্টর। ভারতের দুই কিংবদন্তি রয়েছেন দুই দলের ডাগআউটে।

শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে ছিলেন মুম্বই দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর, এমনকী দেখা গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলনেত্রী স্মৃতি মান্ধানাকে। পাশে ছিলেন বোর্ড সচিব জয় শাহ।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী কিয়ারা আদবানি, এছাড়াও ছিলেন কৃতি শেনন, এপি ডিলনও। মহিলাদের আইপিএলকে জনপ্রিয় করতে বোর্ড চেষ্টার ত্রুটি রাখেনি। শুধু এবার ভাল ক্রিকেট দেখতে চান ক্রিকেট প্রেমীরা।