২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৬:৫৭:১২ অপরাহ্ন


টেক্সাসে শক্তিশালী টর্নেডোর আঘাত, বিদ্যুৎহীন ৩ লাখ মানুষ
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০৪-০৩-২০২৩
টেক্সাসে শক্তিশালী টর্নেডোর আঘাত, বিদ্যুৎহীন ৩ লাখ মানুষ টেক্সাসে শক্তিশালী টর্নেডোর আঘাত, বিদ্যুৎহীন ৩ লাখ মানুষ


যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী টর্নেডো। এতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন তিন লাখেরও বেশি গ্রাহক। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়িসহ নানা অবকাঠামো।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (০২ মার্চ) রাতে ১১২ কিলোমিটার গতিতে টর্নেডো আঘাত হানে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। মুহূর্তেই উপড়ে পড়ে বহু গাছপালা। টর্নেডোতে টেক্সাসের অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

তবে টর্নেডোর কারণে টেক্সাসের তিন লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছে। ক্ষতিগ্রস্থ হয়েছে পানি সরবরাহ ব্যবস্থা।  

পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। টর্নেডোর পর ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে অঙ্গরাজ্যটিতে। প্রভাব পড়েছে পার্শ্ববর্তী লুইসিয়ানা অঙ্গরাজ্যেও। 

এদিকে বৈরী আবহাওয়ার কারণে প্রায় চারশ’ ফ্লাইট বাতিল করেছে ডালাস বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা ।