২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০১:৪৬:১২ পূর্বাহ্ন


পত্নীতলায় জাতীয় ভোটার দিবস পালিত
শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০২-০৩-২০২৩
পত্নীতলায় জাতীয় ভোটার দিবস পালিত পত্নীতলায় জাতীয় ভোটার দিবস পালিত


পত্নীতলায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস/২৩ উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য এক র‌্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা শিক্ষা অফিসার মোখলেছুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা সামসুল হক, উপজেলা জন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গোফ্ফার, জাতীয় মহিলা সংস্থার আমিনুল হক, পত্নীতলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনিবুর রহমান গোল্ডেন, জাতীয় ক্রিড়া সংস্থা পত্নীতলার সাঃসম্পাদক মোকলেছুর রহমান, এস.আই বিজন কুমার, পৌর কাউন্সিলর ফারজানা, ফারহানা, উপজেলা তথ্য আপা তিথি রাণী, সাংবাদিক দিলিপ চৌহান, মিজানুর রহমান, পরেশ টুডু, সূধীজন প্রমূখ।

দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা শেষে সেবামূলক কার্যক্রম হিসাবে স্মার্ট কার্ড বিতরন ও নতুন ভোটারদের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়।