২০ এপ্রিল ২০২৪, শনিবার, ১২:১৭:০৭ পূর্বাহ্ন


ঢাকায় শীর্ষ মাদক সম্রাজ্ঞী জরিনা র‌্যাব-৩ এর জালে
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৮-০২-২০২৩
ঢাকায় শীর্ষ মাদক সম্রাজ্ঞী জরিনা  র‌্যাব-৩ এর জালে ঢাকায় শীর্ষ মাদক সম্রাজ্ঞী জরিনা র‌্যাব-৩ এর জালে


রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক শীর্ষ মাদক সম্রাজ্ঞী মোছাঃ জরিনা বেগমকে (৩৯) গ্রেফতার করেছে র‌্যাব-৩।

মঙ্গলবার (২৮ফেব্রুয়ারী) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার নারী মাদক কারবারি মোছাঃ জরিনা বেগম (৩৯) ঢাকা যাত্রাবাড়ী থানার ১৪৩ ধলপুর সিটি পল্লীর দুলাল মিয়ার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, গ্রেফতার আসামি রাজধানীর মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের একজন শীর্ষ মাদক সম্রাজ্ঞী। তার বিরুদ্ধে রাজধানীর সবুজবাগ থানায় ২০১১, ২০১৪ ও ২০১৫ সালে ০৩ টি,  ক্ষিলখেত থানায় ২০১৩ সালে ০১ টি, মুগদা থানায় ২০১৩ সালে ০১ টি, রামপুরা থানায় ২০১৫ ও ২০২০ সালে ০২ টি, বাড্ডা থানায় ২০১৫ সালে ০১ টি, রমনা থানায় ২০১৬ ও ২০১৭ সালে ০২ টি এবং খিলগাঁও থানায় ২০২০ সালে ০১ টি মাদক মামলাসহ মোট ১১ টি মাদক মামলা রয়েছে। তন্মধ্যে সবুজবাগ থানায় দায়েরকৃত ২০১১ সালের মাদক মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত কুখ্যাত এই মাদক স¤্রাজ্ঞীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।