১৭ এপ্রিল ২০২৪, বুধবার, ০২:০২:০০ পূর্বাহ্ন


রাজশাহী জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ৩২
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৭-০২-২০২২
রাজশাহী জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ৩২ ফাইল ফটো


রাজশাহী জেলায় অভিযান চালিয়ে ৩২জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত থেকে শুরু করে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ইফতে খায়ের আলম। 

রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ৩ জন, তানোর থানা ২ জন, মোহনপুর থানা ৩ জন, বাগমারা থানা ৩ জন, দুর্গাপুর থানা ২ জন, পুঠিয়া থানা ৮ জন ও বাঘা থানা ১১ জনকে গ্রেফতার করে। 

যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১২ জনকে মাদকদ্রব্যসহ ৮ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। 

তানোর থানা পুলিশ ১নং মতি হাসদা (সবুজ) (৩৭) কে ১০লিটার চোলাইমদসহ গ্রেফতার করে। 

মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ কোরমান আলি(৩০) কে ৬গ্রাম হেরোইন ও ২নং মোঃ আশরাফুল ইসলাম(৩৮) কে ৪গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।

বাগমারা থানা পুলিশ ১নং মোঃ আঃ মজিদ(৪২) কে ১০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। 

পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ নাসির উদ্দিন(২৫) ও ২নং মোঃ নজরুল ইসলাম(৪৬) কে ৩গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। 

বাঘা থানা পুলিশ ১নং মোঃ রাকিবুল ইসলাম @ রাকিব(৩২) ও ২নং মোঃ সিদ্দিকুর রহমান @ রাজা(৩৮) কে ৫গ্রাম হেরোইন, ৩নং মোঃ ঝন্টু আলী(২৮), ৪নং মোঃ সাওন আলী(২২), ৫নং মোঃ রনি ইসলাম(২২) ও ৬নং মোঃ সজীব আলী(২১) কে ৩৬পিচ ইয়াবা এবং ২.৪৫গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজশাহীর সময় / এফ কে