১৭ এপ্রিল ২০২৪, বুধবার, ০৪:০২:৩৩ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জে র‌্যাবের জালে মোবইল চোরাকারবারী চক্রের মুলহোতাসহ ২
ইব্রাহীম হোসেন সম্রাট
  • আপডেট করা হয়েছে : ২৩-০২-২০২৩
নারায়ণগঞ্জে র‌্যাবের জালে মোবইল চোরাকারবারী চক্রের মুলহোতাসহ ২ মোবাইল চোরাকারবারী চক্রের মূলহোতা মোঃ জুয়েল (২৯) ও মোক্তার হোসেন(৩৫) কে গ্রেফতার


নারায়ণগঞ্জন মোবাইল চোরাকারবারী চক্রের মূলহোতা মোঃ জুয়েল (২৯) ও মোক্তার হোসেন(৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৩। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী, মোঃ জুয়েল চাঁদপুর জেলার ছেংগারচর থানাধীন হাজীপুর এলাকার মোঃ ছানা উল্লা’র ছেলে ও মোক্তার হোসেন একই থানাধীন মান্দারতলী এলাকার মৃত আব্দুর রশিদ মোল্লা’র ছেলে।

আরও পড়ুস: রাজধানীতে র্যাবের জালে কুখ্যাত সাজাপ্রাপ্ত পলাতক অস্ত্র কারবারী

এসময় তাদের কাছে থেকে ১৯৩ টি চোরাই মোবাইলফোন, ২০ টি মোবাইলের ব্যাটারী এবং নগদ ৪৮১৫টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।  

তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই এবং ছিনতাইকৃত মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছে। এসকল মোবাইলফোন দেশের বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা স্বল্প মূল্যে ক্রয় করে বিভিন্ন ধরনের অপরাধ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। 

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।