১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৪:৫৯:২৩ অপরাহ্ন


রাজশাহী মহানগরীতে ৮ কেজি গাঁজা উদ্ধার; মোটরসাইকেল জব্দ
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ১৯-০২-২০২৩
রাজশাহী মহানগরীতে ৮ কেজি গাঁজা উদ্ধার; মোটরসাইকেল জব্দ রাজশাহী মহানগরীতে ৮ কেজি গাঁজা উদ্ধার; মোটরসাইকেল জব্দ


রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল বাস টার্মিনাল এলাকায় অবিযান চালিয়ে ৮কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(মিডিয়া) মো: রফিকুল আলম।

তিনি জানান, শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে যায়, চট্টগ্রাম হতে চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাসে মিলন নামের এক যাত্রী ১টি সন্দেহভাজন বস্তা রেখে শিবপুরে নেমে যায়। মিলন পরে বাসের সুপার ভাইজারকে ফোন দিয়ে বিষয়টি জানালে সুপার ভাইজার শিরোইল বাস টার্মিনালে এসে তার বস্তাটি নেওয়ার জন্য বলেন। পরে আসামি মিলন-সহ অজ্ঞাত আরও এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে শনিবার সকাল পৌনে ৮ টায় শিরোইল বাস টার্মিনালে সেই বস্তাটি নেওয়ার জন্য আসে।

এমন সংবাদের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ওই টিম সকাল ৮ ঘটিকায় শিরোইল বাস টার্মিনালে পৌঁছালে আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের মোটরসাইকেল ও বস্তা ফেলে পালিয়ে যায়।  পরে ফেলে যাওয়া বস্তায় ৮ কেজি গাঁজা উদ্ধার হয় এবং আসামিদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন, বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সোহরাওয়ার্দী হোসেন, এসআই মোঃ মসলেম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স।