২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৮:২২:০৬ পূর্বাহ্ন


দ্বিতীয় টেস্টে শক্তি বাড়াচ্ছে অস্ট্রেলিয়া!
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৬-০২-২০২৩
দ্বিতীয় টেস্টে শক্তি বাড়াচ্ছে অস্ট্রেলিয়া! ছবি: সংগৃহীত


বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে নাকানি-চুবানি খায় অস্ট্রেলিয়া। নাগপুরে হওয়া সেই টেস্টে ইংনিস ব্যবধানে জয় পায় ভারত। আগামীকাল দিল্লিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সে ম্যাচ সামনে রেখে দলের শক্তি বাড়াছে অস্ট্রেলিয়া।

চোটের কারণে প্রথম টেস্ট খেলতে পারেননি মিচেল স্টার্ক। দ্বিতীয় টেস্টের অজি একাদশে ফিরতে পারেন বাঁহাতি এই ফাস্ট বোলার। যদিও ভারতীয় গণমাধ্যমের দাবি, সুস্থ হওয়ার আগে অনুশীলনে যোগ দিয়েছেন এই পেসার। এতে পেস বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করছে অজিরা।

নিজের খেলার ব্যাপারে আশাবাদী স্টার্ক। গণমাধ্যমে তিনি বলেন, ‘সুস্থ হয়ে উঠছি। কিন্তু পুরোপুরি সুস্থ হতে আরও কিছুটা সময় দরকার। চিকিৎসক দল যে রকম পরামর্শ দিচ্ছে, তা মেনে নিজেকে তৈরি করছি। প্রথম একাদশে থাকতে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি।’

আজ বৃহস্পতিবার অনুশীলন শেষে স্টার্কের খেলার বিষয়ে সিদ্ধান্ত নেবে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। এর আগে নেটে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। স্টার্ক বলেছেন, ‘ধীরে ধীরে চোট সারছে। আশা করছি, ম্যাচ শুরু আগে চোট প্রায় পুরো সেরে গিয়েছে। যদিও আমি সবকিছু চিকিৎসক দলের হাতে ছেড়ে দিয়েছি। ওরা সব রকম চেষ্টা করছে। বৃহস্পতিবার সবাই মিলে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।’