১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০১:৫১:৪৬ পূর্বাহ্ন


১৫ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিকে শিক্ষক বদলি শেষ করার নির্দেশ
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১০-০২-২০২৩
১৫ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিকে শিক্ষক বদলি শেষ করার নির্দেশ ১৫ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিকে শিক্ষক বদলি শেষ করার নির্দেশ


একই উপজেলার মধ্যে অনলাইনে প্রধান শিক্ষকদের বদলি কার্যক্রম ৯ ফেব্রিুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বুধবার (৮ ফেব্রুয়ারি) এই নির্দেশনা দেয়া হয়।

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সব বিভাগের উপ-পরিচালক, সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সব উপজেলা বা থানা শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

নির্দেশনায় বলা হয়, গত বছরের ১৫ সেপ্টেম্বর থেকে প্রধান শিক্ষকদের একই উপজেলার মধ্যে বদলির জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়, যা সহকারী শিক্ষকদের বদলি ও নিয়োগের কারণে অনিস্পন্ন অবস্থায় আছে।

অনিস্পন্ন বদলি কার্যক্রমের জন্য ৯ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা বা থানা শিক্ষা অফিসার, ১১ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার; ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিভাগীয় উপ-পরিচাকেদের শিক্ষক বদলি সম্পর্কিত ড্যাশবোর্ড উম্মুক্ত থাকবে।