১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৭:০১:৫০ অপরাহ্ন


পেটে করে ইয়াবা পাচার করছিলেন টেকনাফের ইউনুস
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৮-০২-২০২৩
পেটে করে ইয়াবা পাচার করছিলেন টেকনাফের ইউনুস পেটে করে ইয়াবা পাচার করছিলেন টেকনাফের ইউনুস


টেকনাফ থেকে গিলে খেয়ে পেটে করে ২৩০০ ইয়াবা নিয়ে নোয়াখালী যাওয়ার পথে মো. ইউনুস (২০) নামের এক তরুণকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় বেগমগঞ্জের পৌর হাজীপুর বাজারে স্বাধীন বাংলা পরিবহন থেকে তাকে আটক করা হয়েছে।

আটক ইউনুস কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যহ্নীলা নয়াবাজার এলাকার পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত আবুল কাশিমের ছেলে। তিনি টেকপাড়া আশ্রয়কেন্দ্রের ৫৫ নম্বর বাড়িতে থাকতেন।

দুপুর পর্যন্ত তার পেট থেকে স্কচটেপ মোড়ানো ৪৬টি প্যাকেটে ২৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আরও থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা বাস থেকে ইউনুসকে আটক করা হয়। পরে তার পেটে ইয়াবা রয়েছে বলে স্বীকার করলে বিশেষ প্রক্রিয়ায় ২৩০০ পিস ইয়াবা বের করা হয়।

উদ্ধার প্রক্রিয়া শেষ হলে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান এ কর্মকর্তা।