২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৮:২২:২৪ পূর্বাহ্ন


রান্নাঘরের চুলায় আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৫-০২-২০২২
রান্নাঘরের চুলায় আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু রান্নাঘরের চুলায় আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু


টাঙ্গাইলের ঘাটাইলে আগুনে পুড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর নাম হাছিনা আক্তার (৩৫)।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৪টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাছিনা বেগম উপজেলার গারট্ট গ্রামের আবদুল বারেকের স্ত্রী। ওই দম্পতির ২টি ছেলে ও ২টি মেয়েসন্তান রয়েছে।

এর আগে সোমবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় আগুনে দগ্ধ হন ওই গৃহবধূ। 

নিহতের পরিবার জানায়, গৃহবধূ হাছিনা আক্তার সোমবার সন্ধ্যায় রান্নাঘরের চুলায় আগুন জ্বালিয়ে রাতের খাবার রান্না করছিলেন। এ সময় তার শরীরে হঠাৎ অসাবধানতাবশত আগুন লাগে।

পরে গুরুতর দগ্ধ অবস্থায় হাছিনা বেগমকে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান।

রাজশাহীর সময় / এফ কে