২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০১:৩৯:৩৩ অপরাহ্ন


অস্ট্রেলিয়ান ক্লাবের দায়িত্ব ছেড়ে বাংলাদেশের পথে হাতুরাসিংহে!
ক্রীড়া ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ৩১-০১-২০২৩
অস্ট্রেলিয়ান ক্লাবের দায়িত্ব ছেড়ে বাংলাদেশের পথে হাতুরাসিংহে! ফাইল ফটো


অনেকদিন ধরেই গুঞ্জন চলছে চন্দিকা হাতুরাসিংহে বাংলাদেশের কোচ হতে যাচ্ছেন। বিসিবির কর্মকর্তারা সরাসরি কিছু না বললেও আকারে ইঙ্গিতে সেটাই বলতে চেয়েছেন। গতকাল সোমবার সিলেটে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও তেমনই ইঙ্গিত দিয়েছেন। হাথুরুর বাংলাদেশে আগমনের গুঞ্জন আরও জোরালো হলো নতুন একটি খবরে। বাংলাদেশের প্রধান কোচ হওয়ার দৌড়ে থাকা শ্রীলঙ্কান কোচ চান্ডিকা হাথরুসিংহে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের সহকারী কোচের পদ ছেড়ে দিয়েছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) এক সংবাদবিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন সাবেক অজি অলরাউন্ডার ক্যামেরন হোয়াইট।

প্রথম ধাপে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত নিউ সাউথ ওয়েলসের কোচ ছিলেন হাতুরাসিংহে। এরপর তিনি বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের কোচ হয়েছিলেন। তারপর আবার ফিরে যান পুরনো ক্লাবে। এবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউ সাউথ ওয়েলসের এলিট মেল ক্রিকেটের প্রধান মাইকেল ক্লিঙ্গার বলেছেন, 'ক্রিকেট এনএসডব্লু, ব্লুজ ও সিডনি থান্ডারে চন্ডি গত দুই বছর দারুণ অবদান রেখেছেন। তার চলে যাওয়াতে আমরা দুঃখিত। কিন্তু তার আন্তর্জাতিক কোনো দলের কোচিং করানোর ইচ্ছার বিষয়টি আমরা বুঝতে পেরেছি। তার কোচিং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা রইল।'

হাতুরাসিংহেও এক বিবৃতিতে বলেছেন, 'আমি সময়টা খুবই উপভোগ করেছি। এখানকার স্টাফ এবং খুবই প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা সবসময়ই উপভোগ্য। ২০২০ সালে আমি যখন এখানে ফিরে আসি, তখন আমাদের দলে অস্ট্রেলিয়া দলের অনেক ক্রিকেটার ছিল। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়টা ভালো ছিল। গত এক বছরে তরুণদের বেড়ে উঠতে দেখেছি।'

এদিকে একটি গণমাধ্যম সম্প্রতি দাবি করছিল, হাতুরাসিংহে নাকি বাংলাদেশে আসছেন না। বরং তিনি বিসিবিকে ব্যবহার করে তার বর্তমান চাকরির বেতন বাড়িয়ে নিয়েছেন। গতকাল সোমবার সিলেটে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি তো জানি না এমন কিছু। এখন হাতুরাসিংহে বলেন বা অন্য কোনো কোচ আমাকে তো কিছু বলেনি, বিসিবিকে কিছু বলেনি। এখন আপনাদের (সাংবাদিকদের) যদি কিছু বলে থাকে সেটা অন্য বিষয়। এই নিউজ তো আমি দেই নাই। আপনারা কোথা থেকে নিউজ পেয়েছেন... আমার তো কিছু বলার নাই।’

হাতুরাসিংহে সম্পর্কে পাপন আরও বলেছেন, 'আমরা যে ধরণের কোচ খুঁজছি, ফুল টাইম ওটাতে ও (হাতুরাসিংহে) আছে। অন‌্য কেউ ফুল টাইম না। কেউ হয়তো দুই শ দিন। কেউ হয়তো এক শ দিন। কাউকে আবার আইপিএলে ছেড়ে দিতে হবে। এটা আবার হাতুরাসিংহের নেই। সেদিক থেকে মনে হয় যে ওর সম্ভাবনা বেশি।'