২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৫:৫৪:৩২ অপরাহ্ন


শঙ্কামুক্ত নন দগ্ধ অভিনেত্রী শারমিন আঁখি
তামান্না হাবিব নিশু:
  • আপডেট করা হয়েছে : ৩১-০১-২০২৩
শঙ্কামুক্ত নন দগ্ধ অভিনেত্রী শারমিন আঁখি শঙ্কামুক্ত নন দগ্ধ অভিনেত্রী শারমিন আঁখি


রাজধানীর মিরপুরের পল্লবীতে শুটিং স্পটে দগ্ধ নাট্য অভিনেত্রী শারমিন আঁখি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুটিং সেটে আগুনে দগ্ধ হওয়া এ অভিনেত্রীর শরীরের ৩৫ ভাগ অংশ পুড়ে গেছে, সঙ্গে শ্বাসনালিও পুড়ে গেছে।

অভিনেত্রীর শারীরিক অবস্থা প্রসঙ্গে গণমাধ্যমকে এমনটা জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন।

আঁখির স্বামী নাট্য নির্মাতা রাহাত কবির জানিয়েছেন, ‘বার্ন রোগীর শারীরিক অবস্থা ফল করার আশঙ্কা থাকে। এ ধরনের রোগী সেনসেটিভ। পাঁচ থেকে সাত দিন না গেলে অবস্থা বোঝা যাবে না। প্রতিটি মুহূর্ত আমাদের চিন্তা করতে হচ্ছে। অবস্থা এখনো স্ট্যাবল নয়।’

প্রসঙ্গত, গত রোববার (২৯ জানুয়ারি) রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শুটিং সেটে আহত হন শারমিন আঁখি। এরপর তাকে দ্রুত রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখির মঞ্চে যাত্রা শুরু ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’র মধ্য দিয়ে। পরবর্তীতে টিভি নাটকে কাজ করেও আলোচনায় আসেন তিনি।