২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৯:১০:০১ পূর্বাহ্ন


মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রডভর্তি লরি খাদে, নিহত ১
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ৩১-০১-২০২৩
মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রডভর্তি লরি খাদে, নিহত ১ মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রডভর্তি লরি খাদে, নিহত ১


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় রডভর্তি ১৬ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নাসিম নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত আড়াই ঘণ্টার চেষ্টায় লরিটির চাকায় আটকে থাকা আহত মুকুলকে জীবিত উদ্ধার করে ঢাকায় মেডিকেলে পাঠান ফায়ার সার্ভিসের কর্মীরা।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচরে ঢাকাগামী লেনের উত্তর পাশে খাদে পড়ে যায় রডভর্তি লরিটি। এই সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা চারজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অপর একটি বাসের হেলপার পথচারী নাসিম নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পরে চাকায় আটকেপড়া অপর পথচারীকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মুন্সীগঞ্জের গজারিয়া ফায়ার স্টেশনের সাব অফিসার আলী আজগর জানান, ফায়ার স্টেশনের দুটি ইউনিট এই উদ্ধারকাজে অংশ নিয়ে চাকায় আটকেপড়া ব্যক্তিকে উদ্ধার করে।

৯০ টন রড নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লে ওই লরির চালক ও হেলপার পালিয়ে যান।