২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১১:১০:৩০ অপরাহ্ন


আবারও রণক্ষেত্র পেরুর রাজপথ
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৮-০১-২০২৩
আবারও রণক্ষেত্র পেরুর রাজপথ আবারও রণক্ষেত্র পেরুর রাজপথ


সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল পেরু। দেশটির প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের পদত্যাগ, নতুন পার্লামেন্ট গঠন, আগাম নির্বাচনের দাবিতে প্রায় প্রতিদিনিই ঘটছে সহিংস ঘটনা। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) আবারও রাজধানী লিমার রাজপথ পরিণত হয় রণক্ষেত্রে। খবর বিবিসির।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, এদিন বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেয় পুলিশ। একপর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয় দু'পক্ষ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে এ সময় লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাস ছুড়ে মারে আইনশৃঙ্খলা বাহিনী। পাল্টা জবাবে ইট-পাটকেল ছোড়ে আন্দোলকারীরা। এতে রাজপথজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়।

বিক্ষোভে অংশ নিয়ে একজন বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে তারা বাধা দিয়েছে। আমরা দিনা বলুয়ার্তের পদত্যাগ চাই। নতুন সদস্যদের নিয়ে পার্লামেন্ট গঠনের দাবি জানাই।

এ ঘটনার পর আন্দোলনকারীদের রাজপথ ছেড়ে শান্তিপূর্ণ সমাধানে আসার আহ্বান জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট। তিনি বলেন, চলুন আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি। সামাজিক উন্নয়ন, স্বাস্থ্যসুরক্ষা, পেরুবাসীর জীবনযাত্রা মান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।

এদিকে বিক্ষোভের আঁচ লেগেছে পেরু-বলিভিয়া সীমান্তে। গত আট দিন ধরে দু'দেশের সীমান্তে আটকা পড়েছে অন্তত ২০০ লরি। এতে চরম ভোগান্তিতে পড়ার পাশাপাশি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন পরিবহন খাতসংশ্লিষ্টরা। ইট-পাথর, মাটি দিয়ে রাস্তা অবরুদ্ধ করে রাখায় অনেকেই হেঁটে পার হচ্ছেন দুই দেশের সীমান্ত।

পেরু-বলিভিয়ার সীমান্তে শত শত লরি আটকা পড়ায় জ্বালানি সংকটে পড়েছে কুসকো শহরের বাসিন্দারা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে বসে থেকেও তেল পাচ্ছে না অনেকে।

কুসকো শহরের এক বাসিন্দা বলেন, গত ৪ দিন ধরে তেল খুঁজছি কিন্তু কোথাও তেল পাচ্ছি না। একদিনে তেলের দামও আকাশচুম্বী হয়ে গেছে।

বিক্ষোভের আগুন জ্বলছে হাইতিতেও। সশস্ত্র গোষ্ঠীর হাতে পুলিশ নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দেশটির রাজধানী পোর্ট-অব-প্রিন্সের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়া একদল আন্দোলনকারী প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির বাসভবনে হামলা চালায়। পরবর্তীতে বিমানবন্দর অবরুদ্ধ করে রাখে তারা। এতে বিমানবন্দরে আটকা পড়েন হেনরি।

ওইদিন আর্জেন্টিনা সফর শেষে দেশে ফিরে আসার সময় বিশৃঙ্খলার মুখে পড়েন তিনি। ২০২১-এর জুলাইয়ে হাইতির ক্ষমতায় আসেন এরিয়েল হেনরি। এরপর থেকে সশস্ত্র গোষ্ঠীর হাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৮ জন পুলিশ।