১৭ এপ্রিল ২০২৪, বুধবার, ০৩:১০:৩৭ পূর্বাহ্ন


তানোরে পুলিশ পরিচয়ধারী ব্যক্তি টাকা নিয়ে পালানোর সময় আটক
নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে : ২৬-০১-২০২৩
তানোরে পুলিশ পরিচয়ধারী ব্যক্তি টাকা নিয়ে পালানোর সময় আটক আটককৃত আকতারুজ্জামান আক্তার।


রাজশাহীর তানোরে পুলিশ পরিচয় দিয়ে আদিবাসী পল্লীর এক বাড়ি থেকে ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় আকতারুজ্জামান আক্তার (২৮) নামে এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনা স্থল থেকে একটি পালসার মোটরসাইকেলসহ ওই ব্যক্তিকে আটক করে।

এ ঘটনায় আদিবাসী পাড়ায় সামিয়েল টুডু মালিক বাদী হয়ে আজ বৃহস্পতিবার তানোর থানায় তিন জনকে আসামি করে একটি  মামলা করেছেন। এ ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের লবনবি আদিবাসী পাড়ায়। আটককৃত আক্তার তানোর পৌর এলাকার সিন্দুকাই গ্রামের আমির উদ্দীনের পুত্র।

মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আকতারুজ্জামান আক্তারসহ তার দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে উপজেলার লবনবি আদিবাসী পাড়ায় লগেন টুডুর পুত্র সামিয়েল টুডুর বাড়িতে গিয়ে পুলিশ পরিচয় দেয়। এরপর তাদের সমিতি থেকে উত্তোলন করা ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাবার সময় তাঁতিহাটি নামক স্থানে স্থানীয় লোকজন তাকে আটক করে। এ সময় অন্য দুজন পালিয়ে যায়।

তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, 'খোয়া যাওয়া ৮০ হাজার টাকা ও বাকি দুইজন আসামিকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।'