১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৬:১০:৫৭ অপরাহ্ন


একটা ছবির জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নেন অক্ষয় কুমার!
তামান্না হাবিব নিশু :
  • আপডেট করা হয়েছে : ২৪-০১-২০২৩
একটা ছবির জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নেন অক্ষয় কুমার! একটা ছবির জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নেন অক্ষয় কুমার!


বলিউডের প্রথম সারির তারকাদের অন্যতম অক্ষয় কুমার। বেশকিছু রিপোর্টে দাবি করা হয়েছে ছবি প্রতি ৫০ কোটি থেকে ১০০ কোটি টাকা পারিশ্রমিক হাঁকান অক্ষয় কুমার। ‘সেলফি’র ট্রেলার লঞ্চে এই নিয়ে মুখ খুললেন অভিনেতা। 

‘সেলফি’ ছবিতে সুপারস্টারের চরিত্রে অভিনয় করছেন অক্ষয়, অন্যদিকে তাঁর সবচেয়ে বড় ফ্যানের ভূমিকায় দেখা যাবে ইমরান হাশমিকে। পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন ইমরান। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন নুসরত ভারুচা, ডায়ানা পেন্টিরা। 

সেলফি-র ট্রেলার লঞ্চে নিজের পারিশ্রমিক বিতর্ক নিয়ে অক্ষয় বলেন,'আমরা তো দুর্দান্ত রি-অ্যাকশন থাকে, তোর কী প্রতিক্রিয়া এই নিয়ে থাকে? তুই বলেছিলি তোর নাকি শেরওয়ানি পরে খুব অস্বস্তি হয়েছিল?' রিপোর্টার যখন বলেন, তাঁর ভালো লেগেছিল পালটা ওই সাংবাদিকের উদ্দেশে আক্কি যোগ করেন, ‘ভালো লেগেছিল তো? আরও ভালো লাগা উচিত কারণ এগুলো ইতিবাচক কথা। ভগবান করুন তোর সঙ্গেও ঘটুক’। 

গত নভেম্বরে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটের মঞ্চে অক্ষয় জানিয়েছিলেন নিজের পারিশ্রমিক ৩০-৪০% কমাতে রাজি তিনি। অভিনেতা বলেন শুধু অভিনেতা নয়, বলিউডের মন্দা কাটাতে বড় পদক্ষেপ নিতে হবে প্রযোজক এবং হল মালিকদের।

অক্ষয় বলেন, ‘সকলকে বুঝতে হবে এটা আর্থিক মন্দার সময়। দর্শকদের কাছে বিনোদনের পিছনে খরচ করবার টাকা সীমিত। খুব বেশি টাকা ছবির পিছনে তাঁরা খরচ করতে পারবে না। তাই অনেক কিছু বদলাতে হবে। শুধু থিয়েটারে টিকিটের দাম কমালেই হবে না। আমাকে পারিশ্রমিক কমাতে হবে, ছবির বাজেট কমাতে হবে। সবকিছু খেয়াল রাখতে হবে’। 

২০২২ সালে অক্ষয় কুমারের ৫টি ছবি মুক্তি পেয়েছিল, এর মধ্যে চারটি ছবি (বচ্চন পাণ্ডে, সম্রাট পৃথ্বীরাজ, রক্ষা বন্ধন, রাম সেতু) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অন্যদিকে ‘কাটপুতলি’ মুক্তি পায় ডিজনি প্লাস হটস্টারে। ২০২২ সালটা অক্ষয়ের জন্য মোটেই ভালো যায়নি। চারটি ছবিই বক্স অফিসে সাফল্য পেতে ব্যর্থ হয়েছে। নতুন বছরে নতুন শুরুর অপেক্ষায় তারকা। আগামী ২৪শে ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘সেলফি’। এছাড়াও অভিনেতার হাতে রয়েছে ‘ওহ মাই গড ২’ এবং ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’।