২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০১:৩৪:০৭ অপরাহ্ন


মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বার পাশে দাঁড়াল চট্টগ্রাম পুলিশ
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৪-০১-২০২৩
মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বার পাশে দাঁড়াল চট্টগ্রাম পুলিশ মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বার পাশে দাঁড়াল চট্টগ্রাম পুলিশ


রাস্তায় প্রসব যন্ত্রণায় কাতর এক মানসিক ভারসাম্যহীন মায়ের পাশে এসে দাঁড়াল চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ। সোমবার (২৩ জানুয়ারি) রাতে জামাল খানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে জামালখান মোড়ের ইনোভা হাসপাতালের পাশে রাস্তার ওপর মানসিক ভারসাম্যহীন এক অন্তঃসত্ত্বা নারীর কান্না শুনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেন স্থানীয়রা। এরপরেই কোতোয়ালি থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়। এ সময় অন্তঃসত্ত্বা নারীর শারীরিক অবস্থা খারাপ মনে হওয়ায় তাকে পাশে থাকা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে ডাক্তার ও নার্সদের সহায়তায় ওই নারীর একটি ছেলে সন্তান জন্ম হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘ট্রিপল নাইনে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে একটি বেসরকারি হাসপাতালের নিয়ে যাওয়া হলে সেখানে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। এ সময় ওই নারীর শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।’

মানসিক ভারসাম্যহীন ওই নারীর চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছে কোতোয়ালি থানা পুলিশ। শিশু ও মা বর্তমানে সুস্থ আছে।