২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০১:১২:৩১ অপরাহ্ন


মোবাইল ব্যবহারে চোখে সমস্যা, নিষেধ করায় কলেজছাত্রীর আত্মহত্যা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৩-০১-২০২৩
মোবাইল ব্যবহারে চোখে সমস্যা, নিষেধ করায় কলেজছাত্রীর আত্মহত্যা ফাইল ফটো


বগুড়ার শিবগঞ্জে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করায় বাবা-মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন এক কলেজছাত্রী।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মাঝিহট্ট গ্রাম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

ওই কলেজছাত্রীর নাম নুপুর খাতুন (১৯)। তিনি মাঝিহট্ট এলাকার বাসিন্দা এবং নামুজা ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও পরিবারের লোকজন জানান, নুপুর মোবাইল ফোনে ফেসবুক ব্যবহারে আসক্ত ছিলেন। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করায় তার চোখে সমস্যা দেখা দেয়। তাকে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন বাবা-মা। চিকিৎসক ফোন ব্যবহার করতে নিষেধ করেন। তারপরও নিষেধাজ্ঞা অমান্য করে মোবাইল ফোন ব্যবহার করছিলেন নুপুর। এ নিয়ে রোববার (২২ জানুয়ারি) রাতে তার সঙ্গে বাবা-মায়ের বাগবিতণ্ডা হয়। পরে রাতে সবার অজান্তে নিজ কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। সকালে বিষয়টি জানাজানি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।