২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১১:৫০:০১ পূর্বাহ্ন


রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২২-০১-২০২৩
রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফাইল ফটো


রাজধানীর পশ্চিম জুরাইনের একটি বাসা থেকে শারমিন আক্তার (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ জানুয়ারি) সকালে শ্যামপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।

এ ব্যাপারে শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান বলেন, স্বামী আল ইসলামের সঙ্গে পশ্চিম জুরাইন তোলাবাগিচা এলাকায় টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন শারমিন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী আর শারমিন গৃহিণী। এক মাস আগেই বিয়ে হয় তাদের।

এসআই আরও জানান, শারমিন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে চাওয়ায় শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় স্বামীর সঙ্গে মনোমালিন্য হয়। এরপর রাতে দুজনই ঘুমিয়ে পড়েন। সকালে স্বামী উঠে দেখেন, রুমে লোহার অ্যাঙ্গেলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন শারমিন। তখন শ্যামপুর থানায় খবর দেন। পরে ওই বাড়িতে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।