২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৫:০৬:০১ পূর্বাহ্ন


যে গুণ থাকলে আল্লাহ বান্দাকে ক্ষমা করবেন
ধর্ম ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২২-০১-২০২৩
যে গুণ থাকলে আল্লাহ বান্দাকে ক্ষমা করবেন ফাইল ফটো


শিরক মারাত্মক অপরাধ।  শিরক করলেই মানুষ ইসলাম থেকে বাহির হয়ে যায়। মানুষকে শিরকমুক্ত রাখতে আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবি-রাসুল এবং আসমানি কিতাব পাঠিয়েছেন। এ কারণেই শিরকমুক্ত থাকা একটি গুণ। যারা এ গুণ অর্জন করতে পারবে তারা সফলকাম।

মানুষ যাতে হিদায়াত প্রাপ্ত হয়। আল্লাহর কাছে নাজাত পায়। এ জন্য আল্লাহ মানুষকে শিরক থেকে বিরত থাকতে বলেছেন। মহান আল্লাহ বান্দার প্রতি ততক্ষণ ক্ষমার হাত প্রসারিত করেন, যতক্ষণ পর্যন্ত বান্দা শিরক থেকে মুক্ত থাকে। শিরক থেকে বিরত থাকার উপকারিতা অনেক বেশি। হাদিসে পাকে এসেছে-

হজরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কেউ একটি নেক আমল করলে এর বিনিময় তাকে দশগুণ বা আরও বেশি (সওয়াব) দেবো। কেউ যদি একটি গোনাহ করে তাহলে এর বিনিময় কেবল একটি গুনাহ (লেখা) হবে বা আমি তাকে ক্ষমা করে দেবো। আর কেউ যদি আমার কাছে পৃথিবী সমান গুনাহসহ উপস্থিত হয় এবং আমার সঙ্গে কাউকে শরিক না করে থাকে, তাহলে আমিও ঠিক পৃথিবীর সমান ক্ষমা নিয়ে তার কাছে এগিয়ে যাবো। (বুখারি, মুসলিম, মুসনাদে আহমদ)

সুতরাং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শিরকের গোনাহ থেকে হিফাজাত থাকার তাওফিক দান করুন। আমিন।