২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০৩:১৫:০২ পূর্বাহ্ন


রাজশাহীতে ট্রাক চাপায় তিন বন্ধু নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ১৪-০১-২০২৩
রাজশাহীতে ট্রাক চাপায় তিন বন্ধু নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার রাজশাহীতে ট্রাক চাপায় তিন বন্ধু নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার


রাজশাহী মহানগরীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহতের ঘটনায় ট্রাক চালক সিরাজুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার চালক মোঃ সিরাজুল ইসলাম (৪২) নাটোর জেলার লালপুর থানার নবীনগরের মৃত আয়েজ সরদারের ছেলে।

সে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের বাসিন্দা।

শনিবার (১৪ জানুয়ারী) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রফিকুল আলম।

তিনি জানান, (১০ জানুয়ারি) বিকেল ৪ টায় কর্ণহার থানার ডাঙ্গেরহাট মহিলা কলেজের সামনে রাকিব, শাহীন ও সোহাগ নামের তিন বন্ধু মোটরসাইকেল আরোহী ট্রাক চাপায় নিহত হয়। ওই সময় চালক রড ভর্তি ট্রাক ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে কর্ণহার থানা পুলিশ । 

এ ঘটনায় গত (১১ জানুয়ারি) নিহত রাকিবের বড় ভাই কর্ণহার থানায় ট্রাক চালক সিরাজুল ইসলামকে পলাতক আসামি করে সড়ক পরিবহন আইনে কর্ণহার থানায় একটি মামলা দায়ের করেন।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর এলাকা থেকে ট্রাক চালক সিরাজুল ইসলামকে গ্রেফতার করে কর্ণহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে এসআই মোঃ নাদিম উদ্দীন ও সঙ্গীয় ফোর্স। 

গ্রেফতার ট্রাক চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান মুখপাত্র।