২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১২:২৫:০০ অপরাহ্ন


নারীকে গাড়িচাপা দিয়ে টেনেহিঁচড়ে নেয়া সেই ঢাবি শিক্ষকের মৃত্যু
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৩-০১-২০২৩
নারীকে গাড়িচাপা দিয়ে টেনেহিঁচড়ে নেয়া সেই ঢাবি শিক্ষকের মৃত্যু ফাইল ফটো


শাহবাগে এক নারীকে টেনেহিঁচড়ে নিয়ে মৃত্যুর আলোড়ন সৃষ্টিকারী ঘটনায় প্রাইভেট কারচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আজহার জাফর শাহ মারা গেছেন।

আজ শুক্রবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে বিকেলের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইন্সপেক্টর বাচ্চু মিয়া।

গত বছরের ২ ডিসেম্বর রাজধানীর শাহবাগ এলাকায় তার গাড়ির বাম্পারে আটকে রুবিনা আক্তার নামে এক নারী মারা যান। গাড়িতে আটকে যাওয়ার পর ওই নারী চিৎকার দিলেও তিনি গাড়ি না থামিয়ে উল্টো গাড়ির গতি বাড়িয়ে প্রায়ে এক কিলোমিটার টেনে নিয়ে যান রুবিনাকে।

সেই ঘটনার সময় ঢাবির এই শিক্ষক গণধোলাইয়ে আহত হন। এরপর এক মাসের বেশি সময় অসুস্থ থাকার পর তিনি মারা গেলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক।