২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৭:৪৩:২৫ অপরাহ্ন


রাস্তায় নামতে হলে নামবো: ফারুকী
তামান্না হাবিব নিশু:
  • আপডেট করা হয়েছে : ১২-০১-২০২৩
রাস্তায় নামতে হলে নামবো: ফারুকী ফাইল ফটো


প্রায় সাড়ে তিন বছর ধরে সেন্সর বোর্ডে আটকে আছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমা। মাস চারেক আগে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ প্রকাশ করেন নির্মাতা। ফারুকীর আক্ষেপের সুরে একাত্ম হন অন্যান্য নির্মাতারাও। শুধু তাই নয়, সিনেমাটি মুক্তির দাবিতে ১৩০ জন শিল্পী একটি বিবৃতি দিয়েছিলেন। তাতেও মুক্তির মুখ দেখেনি সিনেমাটি। এনিয়ে বহুবার কথা বলেছেন ফারুকী। আবারও তিনি কথা বললেন ‘শনিবার বিকেল’ নিয়ে।

গত দুই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম তিনটি স্ট্যাটাস দিয়েছেন। সবগুলোতেই ছিলো প্রতিবাদী সুর।

বুধবার রাতে তিনি বলেন, ‘নিজের দেশে তৃতীয় শ্রেণির নাগরিক মনে হয় নিজেদের’ ফিল্মমেকার বন্ধু পিপলু আর খান ফ্যাবফেস্টে সেন্সর প্রসঙ্গে এই মন্তব্য করেন। কথাটা আমারও মনের কথা! কিন্তু যদি ভেবে থাকেন এই দুঃখ বুকে নিয়ে একটা দুইটা স্ট্যাটাস দিয়া আমরা শান্ত হয়ে যাবো, তাহলে ভুল করছেন। আমরা এই বাংলাদেশের বুকেই বেড়ে উঠেছি, বাংলাদেশের দর্শকদের সাথে। বলিউড সিনেসা ‘ফারাজ’ মুক্তি পাবে, আর আমরা নিজের দেশেই তৃতীয় শ্রেণির নাগরিক হয়ে চুপ করে কেঁদে যাবো। এটা হবে না। এই অপমান শুধু আমাদের ফিল্মমেকিং কমিউনিটির না, আমি মনে করি এটা বাংলাদেশের সব মানুষের আত্মসম্মানবোধে আঘাত হানার সামিল।’

দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের দর্শক ভাই-বোনদের বলতে চাই ‘ফারাজ’র একঘণ্টা আগে হলেও শনিবার বিকেল যেনো আপনাদের সামনে হাজির হয় এটা নিশ্চিত করতে আমরা সম্ভব সব কিছু করবো। রাস্তায় নামতে হলে নামবো! আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছি। দ্রুতই আপনাদের জানাবো আমাদের কর্মসূচী কি হবে। আমার সবাই মিলেই আমাদের অধিকার প্রতিষ্ঠা করবো, আমাদের সম্মান রক্ষা করবো। দাবায়ে রাখবার পারবা না!’

এর আগেরদিন তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে ফারুকী লিখেছেন, প্রিয় বাংলাদেশ, প্রিয় তথ্য মন্ত্রণালয়, গুলশানের হোলি আর্টিজান নিয়ে নির্মিত ভারতীয় ছবি ‘ফারাজ’ মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারির ৩ তারিখ। আর এই বঙ্গদেশের এক অধম ফিল্মমেকার ঐ ঘটনার অনুপ্রেরণা নিয়ে ‘শনিবার বিকেল’ বানিয়ে আজকে চার বছর সেন্সরে আটকা। আমাদের ছবি আর্টিজানের ঘটনা পুনর্নির্মাণ করে নাই, এমন কি ঐ ক্যাফের ভিতরের কোনো চরিত্র পূনঃনির্মানও করে নাই! তার পরও এই সাজা পাওয়ার একমাত্র কারণ কি এই দেশের নাগরিক হওয়া? ধন্যবাদ সব কিছুর জন্য। ইতিহাস নিষ্ঠুর। সে সব কিছু মনে রাখে।