২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১১:০৫:৩৪ পূর্বাহ্ন


শুক্রবার শুরু আইএলটি-২০
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১২-০১-২০২৩
শুক্রবার শুরু আইএলটি-২০ ফাইল ফটো


মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-২০) উদ্বোধনী আসরের। শুক্রবার (১৩ জানুয়ারি) টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুবাই ক্যাপিটালস ও আবুধাবি নাইটরাইডার্স।

এদিকে মাঠের লড়াই শুরুর আগে দুবাই মেরিনায় ইয়টে করে দারুণ সময় কাটালেন টুর্নামেন্টটিতে অংশ নেয়া তারকা ক্রিকেটাররা। 

ছয় ফ্র্যাঞ্চাইজির দুজন করে ক্রিকেটার আইএলটি২০-এর ট্রফি সঙ্গে নিয়ে এই বিনোদনমূলক নৌভ্রমণে বের হন।

আবুধাবি নাইটরাইডার্সের আলী খান ও পল স্টার্লিং, ডেজার্ট ভাইপার্সের টম কারান ও রুবেন ট্রাম্পলম্যান, দুবাই ক্যাপিটালসের জো রুট ও রবিন উথাপ্পা, গালফ জায়ান্টসের শিমরান হেটমায়ার ও টম ব্যান্টন, এমআই এমিরেটসের উইল স্মিড ও ইমরান তাহির এবং শারজা ওয়ারিয়র্সের নাভিন উল হক ও ক্রিস ওকস দুবাই ও আটলান্টিসে ভ্রমণ করেন। 

শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে। সুপারস্টার বাদশাহ ও মেগাস্টার জেসন ডেরুলো ওই রাতে মঞ্চে পারফর্ম করবেন। ‘চ্যাম্পিয়ন’ গানে মাতাবেন ডিজে ব্রাভো।

দুবাই, আবুধাবি ও শারজার বিশ্বমানের সুযোগসুবিধা সংবলিত স্টেডিয়ামে এই উদ্বোধনী প্রতিযোগিতায় ৩৪টি ম্যাচ শেষে বিজয়ীকে বেছে নেয়া হবে।