২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৪:২২:৪৬ পূর্বাহ্ন


পুঠিয়ায় ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ১১-০১-২০২৩
পুঠিয়ায় ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেফতার পুঠিয়ায় ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেফতার


রাজশাহীর পুঠিয়ায় ২৬৮ বোতল ফেন্সিডিল ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ উজ্জল হোসেন (৩১) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত পোনে ১০টার দিকে পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার সংলগ্ন এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী রাজশাহী জেলার চারঘাট থানাধীন গোপালপুর গ্রামের নাজির সরকারের ছেলে মোঃ উজ্জল হোসেন।

বুধবার (১১ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারস্থ (সারদা রোড মোড়) জনৈক মোঃ আনোয়ার হোসেন এর ফলের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর একজন মাদক কারবারী অবৈধ মাদকদ্রব্যসহ ঢাকায় গমনের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত পোনে ১০টায় সেখানে অভিযান পরিচালনা করে ২৬৮ বোতল ফেন্সিডিল ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ উজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।