নকল নগ্ন ছবির সঙ্গে কোনও পুরুষের ছবি জুড়ে দিয়ে তাঁকে ফাঁসানোর হুমকি দিয়ে চলছিল ব্ল্যকমেইল। সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে ৫৯ জন মহিলার সেই দলকে চিহ্নিত করেছে পুলিশ। ইতিমধ্যে প্রতারক চক্রের ১১ জনকে নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
কেরলের ত্রিচূড়ের এ ঘটনা ঘটে। গত মঙ্গলবার শাজি নামের এক ভুক্তভোগী যুবক পুলিশে অভিযোগ জানান। তাঁর অভিযোগ, তিনি বন্ধুদের সঙ্গে গাড়িতে চেপে যাচ্ছিলেন। সেইসময়ে সোশ্যাল মিডিয়ার একটি প্ল্যাটফর্মে তাঁর কাছে একটি ভিডিও কল আসে।
রিসিভ করতেই তিনি দেখেন উল্টোদিকে কিছু নগ্ন মহিলাকে দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে কলটি কেটে দেন। এর কিছুক্ষণ পরেই ওই ভিডিও কল থেকে নেওয়া একটি স্ক্রিনশট ক্রপ করে তাঁর মুখ জুড়ে দেওয়া হয় অন্য এক পুরুষের শরীরে। সঙ্গে কিছু নগ্ন মহিলার ফটোশপ করা ছবি। তা পাঠিয়ে বলা হয়, টাকা না দিলে এই ছবি ভাইরাল করে দেওয়া হবে।
অভিযোগ পেয়েই তদন্তে নামে ত্রিচূড় পুলিশের সাইবার সেল। দেখা যায় একটি ধর্মীয় সংগঠনের আড়ালে এই কাজ চালাচ্ছে ৫৯ জন মহিলা। তাদের মধ্যে শুক্রবার ৭ ও শনিবার ৪ জনকে নারীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।