২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০১:৩৬:৩৫ অপরাহ্ন


অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৫-০১-২০২৩
অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন ফাইল ফটো


নাটোরের সিংড়ায় স্কুলছাত্রীকে অপহরণ মামলায় শাহজালাল মাহমুদ ওরফে জুয়েল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত জুয়েল সিংড়া উপজেলার সিংড়া উপজেলার পাঁচতিরাইল এলাকার নূরুল সরকারের ছেলে। তবে তিনি পলাতক রয়েছেন।

নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আনিছুর রহমান বলেন, ২০২১ সালের ২৪ এপ্রিল প্রাইভেট পড়তে গেলে সিংড়া উপজেলার ওই ছাত্রীকে অপহরণ করেন জুয়েল। কয়েকদিন খোঁজ করে না পেয়ে এ ঘটনায় ৫ মে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সিংড়া থানায় মামলা করেন।

মামলার পর ওই দিন সিংড়া থানা পুলিশ নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকা থেকে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত জুয়েলকে গ্রেফতার করে। পুলিশ এ ঘটনায় জুয়েলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়া হয়। সাক্ষ্যপ্রমাণ শেষে আজ বৃহস্পতিবার আদালত এ রায় দেন।