২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৫:১৮:১৬ পূর্বাহ্ন


এশিয়া কাপের সূচি দিলেন এসিসি চেয়ারম্যান
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৫-০১-২০২৩
এশিয়া কাপের সূচি দিলেন এসিসি চেয়ারম্যান ফাইল ফটো


চলতি বছরের এশিয়া কাপের সম্ভাব্য সূচি জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান জয় শাহ। ওই সূচিতে দেখা গেছে একই গ্রুপে আছে ভারত ও পাকিস্তান। বাংলাদেশ ও শ্রীলঙ্কা আছে অন্য গ্রুপে।

জয় শাহ ২০২৩ সালে এশিয়ান ক্রিকেটের একটা সম্ভাব্য সূচি দিয়েছেন। ওই সূচি অনুযায়ী, ভারতে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপের ঠিক আগে অর্থাৎ সেপ্টেম্বরে মাঠে গড়বে এশিয়া কাপ। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নেবে ছয়টি দল। বাংলাদেশ ও শ্রীলঙ্কার গ্রুপে আছে আফগানিস্তান। ভারতের গ্রুপে তৃতীয় দল আসবে বাছাইপর্ব পেরিয়ে। ওই হিসেবে কঠিন গ্রুপে বাংলাদেশ।

সূচি অনুযায়ী, ফেব্রুয়ারিতে মেন্স চ্যালেঞ্জার্স কাপ অনুষ্ঠিত হবে। মার্চে ৩৫ ওভারের ছেলেদের অনূর্ধ্ব-১৬ আঞ্চলিক এশিয়া কাপ আছে। এপ্রিলে এশিয়ার সহযোগী সদস্যদের নিয়ে ৫০ ওভারে মেন্স প্রিমিয়ার কাপ মাঠে গড়াবে। জুনে মেয়েদের টি-২০ ফরম্যাটে ইমার্জিং টিম এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। জুনে ছেলেদের ৫০ ওভারের ইমার্জিং টিম এশিয়া কাপ আছে। এরপর সেপ্টেম্বরে হবে ছেলেদের এশিয়া কাপ।

এসিসির পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ৫০ ওভারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। আসরটি পাকিস্তানের অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ভারত এরই মধ্যে জানিয়ে দিয়েছে যে, পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না। এশিয়া কাপের আসর তাই অন্য কোথাও সরিয়ে নেওয়া হতে পারে। গত বছর টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। তারা স্বাগতিক হলেও আসরটি বসেছিল সংযুক্ত আরব আমিরাতে।