১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০১:৪৪:৪৯ পূর্বাহ্ন


রাজশাহী মহানগরীতে গরু চোর চক্রের ৩সদস্য গ্রেফতার : জব্দ পিকআপ ভ্যান
মাসুদ রানা রাব্বানী:
  • আপডেট করা হয়েছে : ১২-০২-২০২২
রাজশাহী মহানগরীতে গরু চোর চক্রের ৩সদস্য গ্রেফতার : জব্দ পিকআপ ভ্যান রাজশাহী মহানগরীতে গরু চোর চক্রের ৩সদস্য গ্রেফতার : জব্দ পিকআপ ভ্যান


রাজশাহী মহানগরীতে অভিনব কায়দায় গরু চুরির আন্তঃ জেলার একটি সংঘবদ্ধ চোরচক্রের তিনজন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড় টায় দামকুড়া থানার নতুন কসবা এলাকা হতে গরু চুরির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে গরু চুরির কাজে ব্যবহৃত ১ টি চাকু, প্রায় ২ কেজি দড়ি, ১টি ত্রিপাল উদ্ধারসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী মহানগরীর কাটাখালী থানার ইমাদপুর গ্রামের মোঃ ফজলুর শেখের ছেলে মোঃ ফয়সাল আহম্মেদ চঞ্চল (২৪), শ্যামপুর পশ্চিমপাড়ার জাহিদ ওরফে জয়নালের ছেলে অভিযুক্ত মোঃ ইব্রাহিম বাবু(১৭) এবং সামসাদীপুর গ্রামের মোঃ আঃ রশিদ ওরফে বিশুর ছেলে মোঃ রায়হান আলী (২৬)।

এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দস। 

তিনি জানান, শুক্রবার (১২ ফেব্রুয়ারী) দিবাগত রাত দেড় টায় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দামকুড়া থানার নতুন কসবা এলাকায় কয়েকজন চোর গরু চুরির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় গরু চুরির প্রস্তুতিকালে তিনজন গরুচোর চক্রের সদস্যকে গ্রেফতার করে। সেই সাথে জব্দ করা হয় গরু চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদিসহ একটি পিকআপ ভ্যান।

অভিযানটি পরিচালনা করেন, কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মনিরুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় দামকুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের নেতৃত্বে এসআই মোঃ সাহাদত আলী ও সঙ্গীয় ফোর্স। 

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত চোরেরা জানায়, তারা রাজশাহীর আন্তঃজেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য। তারা মহনগরীসহ দেশের বিভিন্ন স্থানে থেকে গভীর রাতে গরু চুরি করে পিকআপে তুলে রশি দ্বারা গরুর পা বেঁধে বিশেষ কৌশলে ত্রিপাল দিয়ে ঢেকে গরু চুরি করে নিয়ে যায়।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের মহানগরীর শাহমখদুম থানার একটি গরু চুরির ঘটনায় আসামী হওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

রাজশাহীর সময় / এম জি