নাটোরের বাগাতিপাড়ায় আধুনিক কৃষি যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে কৃষি যান্ত্রিকিকরণ প্রকল্পের আওতায় ভর্তুকি মূল্যে উপজেলার হিজলি সোনাপুর এলাকার আয়নাল শেখের ছেলে শফিকুল ইসলামকে মেশিনটি হস্তান্তর করা হয়।
রোববার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ওই যন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুল এমপি।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু, সহ-সভাপতি দীপক কুমার, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় বলেন, এ মেশিন দিয়ে ধান ও গম কাটা, ঝাড়া এবং মাড়াইসহ একইসাথে দ্রুত বস্তায় ভরা যাবে। শুধু তাই নয় দুর্যোগ মুহুর্তে শ্রমিক সঙ্কটে স্বল্প খরচে ফসল ঘরে তোলা সম্ভব। পরে আরো ১ জন কৃষকের মাঝে এ মেশিন বিতরণ করা হবে বলেও তিনি জানান। সরকারি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলার কৃষকরা।