২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৪:৫৬:৫১ পূর্বাহ্ন


সাপাহারে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে
হাফিজুল হক, সাপাহার নওগাঁ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০১-০১-২০২৩
সাপাহারে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে সাপাহারে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে


"শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় গুলিতে বই বিতরণ উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনন্দঘন পরিবেশে প্রতিটি বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রী বই বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল দশটার দিকে সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বই উৎসবে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

এরই ধারাবাহিকতায় আজ বছরের প্রথম দিন সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়, রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ফুরকুটি ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাগপারুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে বই বিতরণ করা হয়েছে।

আনুষ্ঠানিক ভাবে এই বই বিতরণ উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোতাহার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, প্রাথমিক শিক্ষা অফিসার তৃশিত কুমার চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার অসীম সাহা পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাজেদুল আলম, একাডেমিক সুপারভাইজার নাসিমা খাতুন সহ স্ব-স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

নতুন বছরে নতুন বই পেয়ে ছাত্রছাত্রীরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।