স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি রাস্তায় অরাজকতা করলে পুলিশ বসে থাকবে না। তবে তারা অন্য রাজনৈতিক দলের মতো কর্মসূচি পালন করলে কোন আপত্তি নেই সরকারের।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদরের ভূল্লীতে নতুন থানার কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, সীমান্তে হত্যা বন্ধে সরকার কাজ করছে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকায় অনেকে সীমান্তে যাতায়াত করেন। যার কারণে হত্যাকাণ্ড ঘটছে। তাদের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে আশা করি আগামীতে সীমান্ত হত্যা কমে যাবে। ইতোমধ্যে আমরা বলার পরে ভারত সরকার সীমান্ত এলাকা থেকে অনেক ফেনসিডিল কারখানা সরিয়ে নিয়েছে।
তিনি বলেন, পলাতক জঙ্গিদের ধরার বিষয়ে প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের আমরা অনুসন্ধান করছি। যাদের ওপর পুলিশের সন্দেহ হচ্ছে তাদেরকেই তারা জিজ্ঞাসাবাদ করছে। সুরঞ্জিত সেনগুপ্তর এপিএস এর বাসায় জঙ্গিরা লুকায়িত ছিল। আমরা তাকে আটক করে জিঙ্গাসাবাদ করছি। আশা করি নতুন কিছু জানতে পারব।
এর আগে ঠাকুরগাঁও দুপুরে সদর উপজেলার পূর্ব আকচা এলাকায় অবস্থিত লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্যালারির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
এ সময় তিনি বলেন, ভারতের মাটিতে যে সব বীর মুক্তিযোদ্ধাদের কবর আছে তাদের কবর দেশে আনার জন্য কাজ করছি। আশা করি দ্রুত সময়ে তা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন, লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের চেয়ারম্যান মুহাম্মদ শহীদ উজ জামান, কো-চেয়ারম্যান সেলিমা আকতার, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
ভূল্লীতে নতুন থানার কার্যক্রম উদ্বোধন শেষে ভূল্লী থানা বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা কমিটির আয়োজনে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় যোগদেন মন্ত্রী।
ঠাকুরগাঁও সদরে আগে ১৯টি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে সদর থানা কার্যক্রম ছিল। পরে ৩টি ইউনিয়ন বাড়িয়ে ৫টি ইউনিয়ন নিয়ে রুহিয়া থানা গঠিত হয়। সম্প্রতি সদরের আরও ৫টি ইউনিয়ন নিয়ে নতুন ভূল্লী থানা গঠিত হয়।