কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের সেই রেশ এখনও কাটেনি, সেলেসাও সমর্থকদের চোখে যেন এখনও ভেসে আছে নেইমারদের কান্নার ছবি। চোখের জলে তাবৎ দুনিয়ার ফুটবলপ্রেমীদেরও কাঁদিয়েছিলেন তারা। বিশ্বকাপ ব্যর্থতা শেষে পিএসজির হয়ে ফিরতি ম্যাচটা ভুলে যেতেই চাইবেন ব্রাজিল তারকা।
বুধবার (২৮ ডিসেম্বর) রাতে স্ট্রাসবার্গের বিপক্ষে খেলতে নেমেছিল পিএসজি। এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানের কষ্টার্জিত জয় পেয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। তবে ম্যাচটির দ্বিতীয়ার্ধে দুই মিনিটেরও কম সময়ে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নেইমারকে।
ম্যাচের ৬১ মিনিটের মাথায় স্ট্রাসবুর্গের মিডফিল্ডার আদ্রিয়ান থমাসনের মুখে আঘাত করে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। এরপর ৬২ মিনিটের মাথায় স্ট্রাসবুর্গের ডি বক্সের মধ্যে ডাইভ দিলে রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান।
তাতে করে লাল কার্ড দেখেই মাঠ ছাড়েন পিএসজির এই তারকা ফুটবলার। এরপর ৬২ মিনিটেই দশজনের দলে পরিণত হয় পিএসজি।
তবে এর আগে ১৪ তম মিনিটে নেইমারের দারুণ ফ্রি কিক থেকে চমৎকার হেডে পিএসজিকে লিড এনে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকুইনহোস।
এদিকে, বিশ্বকাপ জেতায় বাড়তি ছুটিতে লিওনেল মেসি। আর তাই আর্জেন্টাইন সুপারস্টারকে ছাড়াই এদিন মাঠে নেমেছিল পিএসজি। নেইমারের লালকার্ডের পর শেষদিকে ম্যাচটা ড্র করতে বসেছিল লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। তবে একেবারে শেষ মুহূর্তে ফরাসি তারকা এমবাপ্পের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।