২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৪:৩৭:৫৬ অপরাহ্ন


রামেকের করোনা ইউনিটে আরও ২জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার:
  • আপডেট করা হয়েছে : ১২-০২-২০২২
রামেকের করোনা ইউনিটে আরও ২জনের মৃত্যু রামেকের করোনা ইউনিটে আরও ২জনের মৃত্যু


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা সংক্রমণে হাসপাতালের আইসিইউ এবং ২৯/৩০ নং ওয়ার্ডে একজন করে রোগীর মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনই পুরুষ। এদের একজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। আরেকজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। 

রামেক করোনা ইউনিটে শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ভর্তি ছিলেন ৫৭ জন রোগী। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৫৫ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪০ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ জন রোগী। বর্তমানে রামেকের করোনা ইউনিটে শয্যা সংখ্যা ১৪৬টি।

রাজশাহীর সময় / এম জি