২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০১:৩৪:১০ পূর্বাহ্ন


রাজশাহীতে ট্রেনের টিকিটসহ কালোবাজারি গ্রেফতার
ইব্রাহীম হোসেন সম্রাট
  • আপডেট করা হয়েছে : ২৭-১২-২০২২
রাজশাহীতে ট্রেনের টিকিটসহ কালোবাজারি গ্রেফতার চিত্র গ্রহণ- পারভেজ ইসলাম বিদ্যুৎ


রাজশাহী রেলস্টেশনে হাবিবুর রহমান (৫০) নামে এক টিকিট কালোবাজারিকে গ্রেফতার করা হয়েছে।  সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টিকিট বিক্রির সময় তাকে আটক করেন রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

গ্রেফতারকৃত কালোবাজারি শিরোইল কলোনির আব্দুল হাকিম সরকারের ছেলে হাবিবুর রহমান

রাজশাহী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উজ্জ্বল আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাবিবুর চিহ্নিত টিকিট কালোবাজারি। তাকে দীর্ঘদিন থেকে নজরদারিতে রাখা হয়েছিল। সন্ধ্যায় তাকে রেলওয়ের ওভারব্রিজের কাছে জসিম উদ্দিন নামে এক ব্যক্তির কাছে টিকিট বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ছয়টি টিকিট উদ্ধার করা হয়। এই ছয়টি টিকিটে সাত আসন রয়েছে। এছাড়া জসিম উদ্দিন হাবিবুরের কাছ থেকে চারটি টিকিট কেনার কথা জানিয়েছেন।

এএসআই উজ্জ্বল বলেন, টিকিটগুলো ঢাকাগামী ধূমকেতু ও পদ্মা এক্সপ্রেসের। টিকিটের মূল্য ৩৪০ টাকা। কিন্তু কালোবাজারি হাবিবুর ক্রেতা জসিমের কাছ থেকে একটি টিকিটের দাম নেন ৬৫০ টাকা।

তিনি আরও বলেন, আটক হাবিবুরকে রাজশাহী রেলওয়ে (জিআরপি) থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।