২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৫:১৯:০৭ অপরাহ্ন


মায়ের লাশ কবরে নামাতে না পারা অমানবিক: গয়েশ্বর
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৩-১২-২০২২
মায়ের লাশ কবরে নামাতে না পারা অমানবিক: গয়েশ্বর গত ২০ ডিসেম্বর ডান্ডাবেড়ি পরে মায়ের জানাজায় অংশ নেন প্যারোলে মুক্তি পাওয়া বিএনপি নেতা আলী আজম খান।


হাতকড়া ও ডান্ডাবেড়ির কারণে গাজীপুরে বিএনপি নেতা আলী আজমের মায়ের লাশ কবরে নামাতে না পারাকে অমানবিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে কালিয়াকৈর উপজেলার গাছবাড়ি এলাকায় ওই নেতার বাড়িতে গিয়ে স্বজনদের সান্ত্বনা দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

মায়ের জানাজার সময়ও ডান্ডাবেড়ি পরানোর তীব্র নিন্দা ও গায়েবি মামলায় জেলে থাকা ওই বিএনপি নেতার মুক্তি দাবি করেন গয়েশ্বর।

এদিকে ওই পরিবারকে দলের পক্ষ থেকে নগদ অর্থ দেয়া হয়।

গত ২০ ডিসেম্বর ডান্ডাবেড়ি পরে মায়ের জানাজায় অংশ নেন প্যারোলে মুক্তি পাওয়া বিএনপি নেতা আলী আজম খান। 

বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর থেকে শুরু হয় ব্যাপক সমালোচনা।

আলী আজম চন্দ্রা ত্রিমোড় এলাকায় গত ২৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যালয়ে হামলার অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় ২ ডিসেম্বর গ্রেফতার হন।