২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৩:৪৩:১৬ অপরাহ্ন


আশুগঞ্জ রেলস্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৩-১২-২০২২
আশুগঞ্জ রেলস্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত ফাইল ফটো


ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেন থেকে নামার পর ছিনতাইকারীর ছুরিকাঘাতে নাইম ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোরে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। নিহত নাইম নওগাঁ জেলা সদরের মঙ্গলপুর পশ্চিম পাড়ার মো. আমজাদের ছেলে। এসময় ছুরিকাঘাতে আরেক যুবক আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক হাতেম আলী ভূইয়া জানান, চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস বিলম্ব হয়ে ভোর সাড়ে ৩টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছায়। স্টেশনে যাত্রাবিরতি দিলে দুই যুবক ট্রেন থেকে নামলে তাদের ছিনতাইকারীরা ছুরি ধরে। এসময় ছুরিকাঘাত করলে এক যুবক তার সাথে থাকা সবকিছু ছিনতাইকারীদের দিয়ে দেন। অপর যুবক নাইম ইসলাম অপরাগতা জানালে ছিনতাইকারীরা তার গলায় ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মরদেহ সদর হাসপাতালে নিয়ে গেলে মর্গে পাঠানো হয়।

তিনি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।