২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৪:৫২:০৬ পূর্বাহ্ন


রাজধানীতে এসি বিস্ফোরণ, দগ্ধ আরও একজনের মৃত্যু
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২১-১২-২০২২
রাজধানীতে এসি বিস্ফোরণ, দগ্ধ আরও একজনের মৃত্যু রাজধানীতে এসি বিস্ফোরণ, দগ্ধ আরও একজনের মৃত্যু


রাজধানীর মিরপুরের পূর্ব ইমামনগর এলাকায় এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরিয়ান (১৪) মারা গেছেন। বুধবার (২১ ডিসেম্বর) ভোর রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

 বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন।

আইউব হোসেন বলেন, মিরপুর থেকে দগ্ধ দুইজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছিল। ভোর রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। তার শরীরের ৬২ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে একই ঘটনায় হাজেরা বেগম নামে এক নারীর মৃত্যু হয়।

মৃত আরিয়ানের বাবা রেজাউল করিম বলেন, গত ১৭ নভেম্বর এসির লিকেজ থেকে বিস্ফোরণে আমার ছেলে এবং বাসার আরেক নারী হাজেরা বেগম দগ্ধ হয়। ১৮ নভেম্বর হাজেরা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এবং আজ আমার ছেলে ভোর রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।