২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০৮:১৩:২৪ অপরাহ্ন


সামনের বছর করোনা জরুরি অবস্থা থাকবে না, প্রত্যাশা ডাব্লিউএইচও প্রধানের
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৬-১২-২০২২
সামনের বছর করোনা জরুরি অবস্থা থাকবে না, প্রত্যাশা ডাব্লিউএইচও প্রধানের ফাইল ফটো


বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান আশা প্রকাশ করে বলেছেন, সামনের বছরের কোনো এক সময় থেকে করোনাভাইরাস মহামারিকে কেন্দ্র করে জনস্বাস্থ্যে জরুরি অবস্থা হয়তো আর থাকবে না।

রয়টার্স জানিয়েছে, চীন তাদের কঠোর শূন্য করোনা নীতি থেকে সরে গিয়ে মানুষজনকে ভাইরাসের সঙ্গেই বাস করার অনুমতি দেওয়ার প্রেক্ষাপটে গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এ কথা বলেছেন।

চীনে কঠোর সব করোনা বিধিনিষেধ উঠে যাওয়ায় অনেকে স্বস্তি পেয়েছে। তবে অনেকের মধ্যে উদ্বেগও কাজ করছে।

কারণ, দেশটিতে করোনা সংক্রমণ বাড়ছে। চীনের হাসপাতালগুলোতে করোনা পরীক্ষার জন্য রোগীর লাইন দীর্ঘ হচ্ছে।

ডাব্লিউএইচও'র ঊর্ধ্বতন সংক্রামক রোগ বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কারখোভ বলেছেন, এখনো অনেক কাজ করার বাকি। ডাব্লিউএইচও’র জরুরি অবস্থা বিষয়ক পরিচালক মাইক রায়ান বলেন, যদি বিপুল সংখ্যক মানুষ করোনা টিকা না নিয়ে থাকে, তাহলে বিশ্বজুড়ে এখনো অনেক কাজ করা বাকি রয়ে গেছে।


সূত্র: রয়টার্স।