২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১০:৩২:২৬ পূর্বাহ্ন


রামেকের করোনা ইউনিটে আরও এক জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার:
  • আপডেট করা হয়েছে : ১১-০২-২০২২
রামেকের করোনা ইউনিটে আরও এক জনের মৃত্যু রামেকের করোনা ইউনিটে আরও এক জনের মৃত্যু


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তার মৃত্যু হয়েছে। তার বয়স ৬১ বছরের ওপরে।

এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী ।

তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে একজন পুরুষ রোগী মারা গেছেন। । এর বাইরে গত এক দিনে হাসপাতালের করোনা ইউনিটে আর কোনো রোগী মারা যায়নি।

রামেক করোনা ইউনিটে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৫৫ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৫৮ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪০ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৩ জন।  বর্তমানে রামেকের করোনা ইউনিটে শয্যা সংখ্যা ১৪৬টি। 

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৬ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ জন রোগী।

বর্তমানে রাজশাহীর ৩২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর ৮ জন, নাটোরের ৭ জন, পাবনার একজন, কুষ্টিয়ার একজন এবং চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার রামেক হাসপাতাল ল্যাবে ১৮৩টি নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা ধরা পড়েছে ২৬টিতে। রাজশাহীর ২০৬টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ২৩টিতে।

পরিক্ষা বিবেচনায় রাজশাহীতে করোনা শনাক্তের হার ১২ দশমিক ৬০ শতাংশ এবং জয়পুরহাটে শনাক্তের হার ৩১ দশমিক ১৩ শতাংশ।

রাজশাহীর সময় / এম জি