২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৩:২১:৫৭ অপরাহ্ন


পাবনায় বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
আবু হেনা
  • আপডেট করা হয়েছে : ১১-০২-২০২২
পাবনায় বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার পাবনায় বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী মোঃ শাহিদুল ইসলাম(৩২) গ্রেফতার


পাবনায় বিদেশী পিস্তলসহ মোঃ শাহিদুল ইসলাম(৩২)নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা পোনে ৬টায় আতাইকুলা থানাধীন সাদুল্লাহপুর সাকিনস্থ সাদুল্লাহপুর উচ্চ বিদ্যালয় মাঠ হতে তাকে গ্রেফতার করা হয়।

এসময় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতার পাবনা জেলার আতাইকুলা থানাধীন শ্রীকোল গ্রামের মৃত- আব্দুল মজিদ ওরফে মনুর ছেলে মোঃ শাহিদুল ইসলাম।

অভিযান পরিচালনা করেন র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আনিসুজ্জামান,অর্ডন্যান্স এবং এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল। 

র‌্যাব জানায় অবৈধ অস্ত্র ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনা জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত অবৈধ অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইন (সংশোধনী/২০০২) এর ১৯ F/১৯-A ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে পাবনা জেলার আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজশাহীর সময় /এএইচ