২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৩:৩২:৫০ অপরাহ্ন


তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১৫-১২-২০২২
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড


দেশের উত্তরের শেষ জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া গ্রামে রাজু ও ফরিদুল জানান, ভোরে ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে অনেক শীত পড়েছে। মোটা কাপড় পরেছি। তবুও শীত মানছে না।

তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া গ্রামের রোহান জানান, বিকেল হলেই বাতাসের কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। তীব্র শীতে চলাফেরা করতে কষ্ট হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, গত কয়েকদিন থেকে তেঁতুলিয়ায় বিকেল থেকে সকাল পর্যন্ত  হিমেল হওয়ার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় তেতুঁলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।