১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ০৯:৩৩:২২ পূর্বাহ্ন


নিউজিল্যান্ডে ২০০৮-র পর জন্মালে ধূমপানে নিষেধাজ্ঞা নিউজি
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২২
নিউজিল্যান্ডে ২০০৮-র পর জন্মালে ধূমপানে নিষেধাজ্ঞা নিউজি ফাইল ফটো


২০২৫ সালের মধ্যে ধূমপানমুক্ত দেশ গড়ার লক্ষ্যে আইন পাস করেছে নিউজিল্যান্ডের পার্লামেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পার্লামেন্টে ধূমপান সম্পর্কিত এ আইন পাস হয়। নতুন আইন অনুযায়ী, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে জন্মগ্রহকারীরা কখনোই তামাকজাত পণ্য কিনতে পারবে না।

এ আইন না মানলে ৯৫ হাজার ৯১০ ডলার জরিমানা গুনতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ আইনটি খুচরা তামাকজাত পণ্য বিক্রেতাদের সংখ্যা ৯০ শতাংশ কমাবে। এ নিয়ে বিবৃতিতে সহযোগী স্বাস্থ্যমন্ত্রী আয়েশা ভেরাল বলেন, আইনটি ধূমপানমুক্ত ভবিষ্যতের দিকে অগ্রগতি ত্বরান্বিত করবে। এতে হাজার হাজার মানুষ দীর্ঘজীবী হবেন।

এছাড়া স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারবেন তারা। বর্তমানে নিউজিল্যান্ডে তামাক বিক্রির লাইসেন্সপ্রাপ্ত খুচরা বিক্রেতার সংখ্যা ৬ হাজার। ২০২৩ সালে এটি কমিয়ে ৬০০-তে আনা হবে। উল্লেখ্য, নিউজিল্যান্ডে ধূমপানের হার অনেক কম। দেশটির মাত্র ৮ শতাংশ মানুষ প্রতিদিন ধূমপান করেন।