২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৩:৪৮:২৩ অপরাহ্ন


রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১-১২-২০২২
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ফাইল ফটো


রাজধানীর শান্তিবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে খালিদ (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

রংপুর গংগাচড়া উপজেলার ফুলবাড়িরচওড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে খালিদ।

তার সহকর্মী ও ভাই মো. খাদিমুল ইসলাম জানান, তারা এক সঙ্গেই শান্তিবাগ পানির পাম্পের পাশে একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করেন। খালিদ রাজমিস্ত্রির সহযোগী। সকালে তারা একেকজন একেক তলায় কাজ করছিলেন। অন্য সহকর্মীদের সঙ্গে খালিদ দশতলায় কাজ করছিল। এ সময় তারা শুনতে পান, ভবন থেকে নিচে পড়ে গেছে সে। তখন সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সহকর্মী ও স্বজনরা দাবি করছেন ওই যুবক ভবন থেকে পড়ে গেছে। তবে বিস্তারিত তদন্তের জন্য থানা পুলিশকে জানানো হয়েছে।