২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৪:০৯:৫০ অপরাহ্ন


দেশেজুড়ে করোনায় আরও ৪১ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১০-০২-২০২২
দেশেজুড়ে করোনায় আরও ৪১ জনের মৃত্যু ফাইল ফটো


দেশেজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছে। আর বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কারও মৃত্যু হয়নি। এই সময়ে ৭ হাজার ২৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৯৫।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ৫ জন, খুলনায় ৩ জন, সিলেট ২ ও রংপুর বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে। আর বরিশাল ও ময়মনসিংহ বিভাগ মৃত্যু শূন্য। এরমধ্যে ২৭ পুরুষ ও ১৪ নারী।

এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় ২৮ হাজার ৭৪৪ জনের মৃত্যু হয়েছে। আর মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

রাজশাহীর সময় /এএইচ