২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৬:০৫:৩৫ অপরাহ্ন


বাগাতিপাড়ায় বেগম রোকেয়া দিবস পালিত
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ০৯-১২-২০২২
বাগাতিপাড়ায় বেগম রোকেয়া দিবস পালিত বাগাতিপাড়ায় বেগম রোকেয়া দিবস পালিত


“শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা” এই স্লোগানে নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। 

দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, সহ-সভাপতি দ্বীপক কুমার কুন্ডু, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বজরংলাল আগরওয়ালা, সাধারণ সম্পাদক সাংবাদিক মাহাতাব উদ্দীন প্রমুখ। 

পরে “জয়িতা অন্বেষণ বাংলাদেশ” কার্যক্রমের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বিশেষ পাঁচটি ক্যাটাগরিতে উপজেলার সফল পাঁচ জন নারী উদ্যোক্তাদের   সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাঁচ জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সফল নারী জান্নাতুন নাইম, শিক্ষা ও চাকুরিতে মরিয়ম, সফল জননী জীবনারা ইয়াসমিন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমী বেনা বেত্তা সরেন ও সমাজ উন্নয়নে মারুফা খাতুন। 

অনুষ্ঠানে বক্তারা বেগম রোকেয়ার জীবনী নিয়ে আলোচনা করেন।