২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৩:২০:০৫ পূর্বাহ্ন


সাপাহারে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ০৯-১২-২০২২
সাপাহারে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা সাপাহারে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা


"সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি" এই শ্লোগান কে সামনে রেখে নওগাঁর সাপাহারে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১০ টায় মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সাপাহার উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সংবর্ধনা অনুষ্ঠান।

প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উপলক্ষে "জয়িতা অন্বেষণে বাংলাদেশ" কার্যক্রমের আওতায় এবারে ৫ টি ক্যাটাগরির মধ্যে ৫ টি ক্যাটাগরিতে উপজেলার ৫ জন জয়িতাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধিত জয়িতা বিজয়ীরা হলেন,

অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী, উপজেলার মানিকুড়া গ্রামের  আব্দুল মান্নান এর স্ত্রী আঞ্জুয়ারা।

শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, সাপাহার সাহাপাড়ার মৃত নারায়ণ চন্দ্র সাহা এর কন্যা রেখা রানী সাহা।

সফল জননী নারী, করমু ডাঙ্গার তৈমুর আলীর এর স্ত্রী ছকিনা বেগম।

সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী, হাপুনিয়া গ্রামের অশিল হক এর কন্যা হাসিনা বেগম।

নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন গড়ি ক্যাটাগরিতে,উপজেলার হাঁপানিয়া শিয়ালমারি গ্রামের শুকুর আলীর কন্যা মেহেরজান ।

এসময় উপজেলা  ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, কৃষি অফিসার মনিরুজ্জামান টকি, প্রোগ্রামার অফিসের মোস্তাকিম বিল্লাহ,  উপজেলা যুব উন্নয়ন সহকারি কর্মকর্তা আব্দুল মান্নান, মহিলা আ'লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ইস্ফাত জেরিন মিনা, গোয়ালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান ও আইহাই চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু প্রমূখ উপস্থিত ছিলেন।

শেষে  ৫ জন জয়িতাকে সম্মাননা স্মারক হিসেবে সনদ পত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়