১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৪:১৪:৩৫ অপরাহ্ন


এবার বাংলাদেশি সমর্থকদের খবর ব্রাজিলের গণমাধ্যমে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৮-১২-২০২২
এবার বাংলাদেশি সমর্থকদের খবর ব্রাজিলের গণমাধ্যমে এবার বাংলাদেশি সমর্থকদের খবর ব্রাজিলের গণমাধ্যমে


এবার বাংলাদেশে ব্রাজিল সমর্থকদের বিষয়টি তুলে আনল ব্রাজিলের বৃহত্তম স্পোর্টস সাইট ইউওএল। সোমবার বাংলাদেশের ব্রাজিল ফুটবলকেন্দ্রিক উন্মাদনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এ গণমাধ্যমটি। 

সেখানে তারা দেখিয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সমর্থকদের ব্রাজিল দলকে নিয়ে  উৎসাহ-উদ্দীপনা।

বিশ্বকাপ শুরু হলে সমগ্র দেশের একটি বড় অংশ ব্রাজিলের পতাকা টানায়। এছাড়া বিশ্বকাপকে নিয়ে বাংলাদেশের সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভিতে হওয়া এক রম্যবিতর্কের ভিডিও দেখিয়েছে গণমাধ্যমটি। 

এবারের বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে দুর্দান্ত জয় নিয়ে ফেভারিটদের মতোই টুর্নামেন্ট শুরু করে ব্রাজিল। কিন্তু শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হেরে গ্রুপ পর্বে ২৪ বছর ধরে অপরাজিত থাকার রেকর্ড হারায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি। 

সোমবার রাতে শেষ ষোলর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।