২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৩:৪৮:৪০ অপরাহ্ন


নয়াপল্টনের ঘটনায় সিলেটে বিএনপির বিক্ষোভ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-১২-২০২২
নয়াপল্টনের ঘটনায় সিলেটে বিএনপির বিক্ষোভ নয়াপল্টনের ঘটনায় সিলেটে বিএনপির বিক্ষোভ


নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের ভাঙচুর, গুলি, লাঠিচার্জ ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট মহানগর বিএনপি। 

বুধবার (৭ ডিসেম্বর) রাতে সিলেট মহানগর বিএনপির ভাতালিয়ার অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিকাবীবাজার পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, এমদাদ হোসেন চৌধুরী, সালেহ আহমদ খসরু, আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ তৌফিকুল হাদী, হুমায়ুন আহমদ মাসুক, ডা.নাজমুল ইসলাম, মাহবুব চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-আমান উল্লাহ আমানসহ শতাধিক নেতাকর্মীকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে দলটি। ঘটনার পর তাৎক্ষণিক দলীয় কার্যালয়ে পুলিশের অভিযানের বিষয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, বিএনপি অফিসে তাণ্ডব চালিয়েছে পুলিশ। তারা বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান, বিএনপি চেয়ারপাসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসসহ শতাধিক নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে।